Logo
Logo
×

খেলা

সভাপতির ঘুষিতে আহত রেফারি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম

সভাপতির ঘুষিতে আহত রেফারি

তুরষ্কের সর্বোচ্চ ঘরোয়া  ফুটবল টুর্নামেন্ট  সুপার লিগে সোমবার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে। মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছেন আঙ্কারাগুসু ক্লাবের সভাপতি ফারুক কোকা। 

আঙ্কারায় আঙ্কারাগুসু ও রিজেসপোরের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ঘটে এই অনাকাঙ্খিত ঘটনা। 

এরপরই তুরস্ক ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তুরস্কের শীর্ষ ফুটবল লিগ।

সোমবার এরিয়ামান স্টেডিয়ামে ম্যাচের ৯৭ মিনিটে রিজেসপোর গোল করে ১-১’এ সমতা ফেরায়। শেষ বাঁশি বাজার সাথে সাথে কোকা মাঠে প্রবেশ করে রেফারি হালিল উমুত মেলারকে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান।

ম্যাচের পর আঙ্গারাগুসুর সমর্থকরা মাঠের মধ্যে প্রবেশ করে। মেলারকে পুলিশের সহায়তায় ড্রেসিং রুমে ফিরিয়ে আনা হয়।
ফিফা ও উয়েফার তালিকাভুক্ত তুরস্কের অন্যতম নামী এই রেফারি মারধরের শিকার হওয়ার পর তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) লিগ স্থগিতের খবর জানিয়ে বিবৃতি দেয়। 

তুরষ্ক ফুটবল ফেডারেশন এক্সে এক পোস্টে লিখেছে, ‘অনির্দিষ্টকালের জন্য লিগের সব খেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। সংশ্লিষ্ট ক্লাব, ক্লাব চেয়ারম্যান, ক্লাব কর্মকর্তা ও আরো যারা রেফারি উমুত মেলারকে আক্রমন করেছে তাদেরকে সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।’

লজ্জাজনক এ ঘটনায় তুরস্কের ফুটবল-পাগল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও নিন্দা জানিয়েছেন। 

টুইটারে এরদোগান লিখেন, ‘খেলাধুলা হলো শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। সহিংসতার সঙ্গে খেলাধুলা যায় না। তুরস্কের ক্রীড়াঙ্গনে আমরা সহিংসতা সহ্য করতে পারি না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম