Logo
Logo
×

খেলা

অজিদের বিপক্ষে সিরিজে শাহিনকে বাজির ঘোড়া মানছেন শহিদ আফ্রিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম

অজিদের বিপক্ষে সিরিজে শাহিনকে বাজির ঘোড়া মানছেন শহিদ আফ্রিদি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। দুদলের দুর্দান্ত লড়াইয়ে সিরিজটি জমে উঠবে বলে আশাবাদী পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সেই সঙ্গে মেয়ে জামাই শাহিন শাহ আফ্রিদির ফর্ম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

শক্তিমত্তায় অজিরা এগিয়ে বিষয়টি স্বীকার করে আফ্রিদি বলেন, তারা ক্রিকেটের পাওয়ার হাউস। মনোবল ও শারীরিক গঠনে তারা এগিয়ে। নিজেদের কন্ডিশনে তারা যেকোনো দলকে তুলোধুনো করে ছাড়তে পারে।

আফ্রিদি অস্ট্রেলিয়ার বর্তমান ব্যাটিং লাইন আপের প্রশংসা করেন। সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে জমজমাট লড়াইয়ের স্বপ্নের কথা বলেন।

‘তাদের ব্যাটিং শক্তিশালী। আমি একটি দুর্দান্ত লড়াইয়ের বিষয়ে আশাবাদী। দক্ষতা ও আগ্রাসনের পরীক্ষা হবে এই সিরিজে।’

পাকিস্তানের বোলিংয়ের প্রশংসা করেন সাবেক অধিনায়ক আফ্রিদি। জামাই শাহিন শাহ আফ্রিদির প্রতি আস্থা রেখে বলেন, সে এই সিরিজে পাকিস্তানের বোলিং সাইডের নেতৃত্ব দেবে।

‘শাহিনের বোলিং স্পেলটা অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ হবে। সে যেকোনো সময় যেকোনো ব্যাটারের জন্য বিপজ্জনক। এছাড়া অস্ট্রেলিয়ার কন্ডিশনে বোলিং করে সাফল্য পাওয়া তার জন্য নতুন অভিজ্ঞতার সঞ্চার করবে। আমার বিশ্বাস সে এই সিরিজে মুখ্য ভূমিকা রাখবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম