Logo
Logo
×

খেলা

শান্তর বিদায়ের পর খেলা বন্ধ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম

শান্তর বিদায়ের পর খেলা বন্ধ

মিরপুর স্টেডিয়াম। ফাইল ছবি

আকাশ মেঘলা থাকলেও নেই বৃষ্টির আনাগোনা। তবে আলোক স্বল্পতার কারণে বন্ধ করা হয়েছে খেলা। মাঠে জ্বলছে ফ্লাডলাইট। তবে খেলা চালানোর মতো যথেষ্ট প্রাকৃতিক আলো না থাকায় খেলোয়াড়রা ফিরে গেছেন ড্রেসিংরুমে।

খেলা বন্ধ হওয়ার আগে ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান।

স্বাগতিকদের লিড এখন ৩০ রানের। জাকির হাসান ১৬ রানে অপরাজিত। রানের খাতা খোলার অপেক্ষায় মুমিনুল হক।

টিম সাউদির অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভের মতো করলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ঠিকঠাক ব্যাটে-বলে করতে পারলেন না। মিড-অফে সহজ ক্যাচ নিলেন কেন উইলিয়ামসন।

২ চারে ১৫ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। চার নম্বরে নেমেছেন মুমিনুল হক। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। তাদের লিড এখন ৩০ রানের।

দ্বিতীয় ওভারে বাংলাদেশের লিড

দুই প্রান্ত থেকেই স্পিনার ব্যবহার করছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে মিচেল স্যান্টনারকে সুইপ করে ইনিংসের প্রথম বাউন্ডারি মেরেছেন জাকির হাসান। ওই ওভারেই সফরকারীদের ৮ রানের লিড টপকে গেছে বাংলাদেশ।

২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। জাকির ৬, নাজমুল হোসেন শান্ত ১ রানে খেলছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম