বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৮ পিএম
বৃষ্টির কারণে সারা দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কাভার সরানোর সুযোগ হয়নি ছবি: সংগৃহীত
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পণ্ড হয়ে গেল বৃষ্টির কারণে। আজ সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ বেলা ১টা ৫৪ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা পরিত্যক্তের ঘোষণা দেন দুই আম্পায়ার পল রাইফেল ও রড় টাকার।
বৃষ্টির কারণে সারা দিন কাভারে ঢেকে রাখা হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ ও মাঠের একাংশ। খেলোয়াড়রা মাঠে এলেও বেশিরভাগই সময় পার করছেন ড্রেসিংরুমে। বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলনে। জিম করেছেন মুমিনুল হক।
আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে (সকাল ৯টা ১৫ মিনিটে), ৪টা ৩০ মিনিটের জায়গায় শেষ হবে ৪টা ৪৫ মিনিটে। তৃতীয় দিন ৯৮ ওভার খেলানোর চেষ্টা করবেন আম্পায়াররা।
গতকাল প্রথম দিনের খেলা টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুরের স্পিন স্বর্গে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছোট ছোট জুটি গড়ে ১৭২ রানে অলআউট হয় নাজমুল হোসেনের দল।
তবে শেষ বিকালে বল হাতে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়েও ধস নামান বাংলাদেশ দলের স্পিনাররা। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের সামনে তালগোল পাকিয়ে ৫৫ রান তুলে তাই ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড।