Logo
Logo
×

খেলা

নাসুমকে চড় মারায় হাথুরুর বিরুদ্ধে তদন্ত 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম

নাসুমকে চড় মারায় হাথুরুর বিরুদ্ধে তদন্ত 

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ এবং কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। 

অভিযোগ খতিয়ে দেখছে বিসিবির তদন্ত কমিটি। অভিযোগ উঠেছে, গত মাসে ভারতে বিশ্বকাপ চলাকালে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে চড় মারেন কোচ। 

এ বিষয়ে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন শেষে জানতে চাওয়া হলে হাথুরু অভিযোগ অস্বীকার করেন। জানান, এ সম্পর্কে তিনি কিছুই জানেন না।

এদিকে তদন্ত কমিটি নাসুমকে জিজ্ঞাসাবাদ করেছে। কয়েকজন পরিচালক জানিয়েছেন, তারা কলকাতায় থাকতে শুনেছিলেন। বিসিবির তদন্ত শেষে বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম