Logo
Logo
×

খেলা

দল হারলে ক্রিকেটারদের ‘বলির পাঁঠা’ বানানো হয়, আসল কালপ্রিট কারা জানালেন ওয়াসিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম

দল হারলে ক্রিকেটারদের ‘বলির পাঁঠা’ বানানো হয়, আসল কালপ্রিট কারা জানালেন ওয়াসিম

গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। দলের বাজে পারফরম্যান্সের জন্য দোষারোপ করা হয় ক্রিকেটারদের। নেতৃত্ব হারানোর ভয়ে নিজেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন বাবর আজম। 

বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের জন্য বিদেশি কোচদের দায়ী করলেন কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে, দল নির্বাচন থেকে শুরু করে সুষ্ঠু পরিকল্পনা, কিছুই করেন না বিদেশি কোচেরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বোকা বানিয়ে তারা ঘুরে বেড়ান। দল হারলে ক্রিকেটারদেরই ‘বলির পাঁঠা’ করা হয় বলে অভিযোগ ওয়াসিম আকরামের। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, ‘বিদেশি কোচেরা পাকিস্তানে থাকে না। ওরা ঘুরতে আসে। শুধু প্রতিযোগিতার আগে এসে কোচিং করালে কীভাবে সাফল্য আসবে? ওরা কোনও দিন ক্রিকেট অ্যাকাডেমিতে যায় না। দেশীয় কোচদের কোনও সাহায্য করে না। এমনকি ক্রিকেটারদের সামলে রাখার ক্ষমতাও ওদের নেই।’

ওয়াসিম আকরাম আরও বলেন, ‘দল খারাপ খেললে তখন সব দায় ক্রিকেটারদের উপর যায়। ওদের বলির পাঁঠা করা হয়। কেন এমনটা হবে? দেশীয় কোচকে দায়িত্ব দিতে হবে। তাহলেই পাকিস্তান ক্রিকেটের ভালো হবে।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম