Logo
Logo
×

খেলা

বাবরের সমালোচনায় জুনায়েদ খান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

বাবরের সমালোচনায় জুনায়েদ খান

বাবর আজম ও জুনায়েদ খান

পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খান বাবর আজমের অধিনায়কত্বের সমালোচনা করেছেন এবং তার প্রতি অসন্তোষ প্রকাশেও পিছপা হননি।

গত ১৫ নভেম্বর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সাথে বৈঠকের পর বাবর সব ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান।

পিসিবি তখন শান মাসুদকে পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়, আর শাহীন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিযুক্ত করে।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, একটি স্থানীয় ইউটিউব চ্যানেলের সাথে সাম্প্রতিক এক পডকাস্টে জুনায়েদ খান বাবর আজমের নেতৃত্বের দক্ষতার সমালোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, তারকা ব্যাটসম্যান অধিনায়ক হিসেবে তার ভূমিকায় বিকশিত হতে ব্যর্থ হয়েছেন।

সাবেক এই পেসার অধিনায়ক হিসেবে ২৯ বছর বয়সি বাবরের কৃতিত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহও প্রকাশ করেন, বিশেষত করে ওয়ানডে ফরম্যাটে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম