Logo
Logo
×

খেলা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যুর বিদ্যুৎ বিল বকেয়া ৪ কোটি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যুর বিদ্যুৎ বিল বকেয়া ৪ কোটি

ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ খেলায় মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। 

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে দেখা গেল স্টেডিয়ামের কিছু অংশে বিদ্যুৎ নেই। এর কারণ ২০০৯ সাল থেকে বিদ্যুতের বিলই দেওয়া হচ্ছে না। ৪ কোটি ১৮ লাখ টাকা বকেয়া পড়ে আছে। 

২০১৮ সালে হাফ ম্যারাথন যখন অনুষ্ঠিত হয়েছিল, তখনই অ্যাথলেটরা বুঝতে পেরেছিলেন যে মাঠে বিদ্যুৎ নেই। তখনই জানানো হয় যে ২০০৯ থেকে কোনো বিদ্যুৎ দেওয়া হচ্ছে না। সেই ২০১৮ সালেই মাঠের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

স্টেডিয়াম বানানোর সময় এর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় গণপূর্ত বিভাগকে। বাকি খরচ বহন করার দায়িত্ব বর্তায় ক্রীড়া বিভাগের। অপরিশোধিত বিলের জন্য গণপূর্ত বিভাগ, ক্রীড়া বিভাগকে নোটিশ পাঠিয়েছে বিদ্যুৎ কোম্পানি। তবে কোনো বিল এখন পর্যন্ত দেওয়া হয়নি। গণপূর্ত বিভাগ, ক্রীড়া বিভাগ দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম