Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, চাকরি ছেড়ে দিচ্ছেন হেরাথ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১০:০১ পিএম

বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, চাকরি ছেড়ে দিচ্ছেন হেরাথ

বিসিবির সঙ্গে স্পিন কোচ রঙ্গনা হেরাথের চুক্তির মেয়াদ শেষ হবে আগামীকাল। শ্রীলংকার এই সাবেক স্পিনার বাংলাদেশের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী নন, এমনটা শোনা যাচ্ছে। হেরাথের অধীনে স্পিনাররা খারাপ করেননি। নিজেদের সামর্থ্য দেখিয়েছেন।

সিলেটে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয়দিন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হেরাথ বলেন, ‘কোচ হিসাবে অনেক কিছু শেখার ছিল। আমি নিজের অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে ভাগাভাগি করেছি। প্রতিটি দিনই শেখার। আশা করছি, তারা আমার কাছ থেকে কিছু না কিছু শিখে তার চর্চা করবে।’ 

পেসারদের প্রশংসা করতেও কুণ্ঠিত হননি হেরাথ, ‘ক্রিকেট দলীয় খেলা। তাই কম্বিনেশন ও ব্যালেন্স জরুরি। আমাদের দারুণ ফাস্ট বোলিং অ্যাটাক আছে। স্পিনাররা কীভাবে ভ‚মিকা রাখছে সেদিকেও নজর রাখতে হয়। পুরোটাই বোঝাপড়া আর সচেতনতার ব্যাপার।’

তিনি চলে গেলে তার জায়গায় নতুন কেউ আসবেন। নতুন কোচের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে হেরাথ বলেন, ‘আমি ছেলেদের সঙ্গে অনেকদিন কাজ করেছি। আসল ব্যাপার হলো নিজের দায়িত্ব বুঝতে পারা, নিজের শক্তির জায়গা চিহ্নিত করা। সেটা বুঝতে পারলেই নতুন কোচের অধীনে ছেলেরা ভালো করবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম