Logo
Logo
×

খেলা

ঢাকায় দ্রুততম মানব ইমরানুর

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম

ঢাকায় দ্রুততম মানব ইমরানুর

হাংঝু এশিয়ান গেমসের পর চলে গিয়েছিলেন যুক্তরাজ্যে। এরপর আর ঢাকায় আসেননি। সোমবার হঠাৎ ঢাকায় আসেন ইমরানুর রহমান। তিনি বলেন, ‘আমার কিছু কাজ রয়েছে। তাই সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকায় এসেছি।’ 

জানা গেছে, এক সপ্তাহের কম সময় তিনি বাংলাদেশে অবস্থান করতে পারেন। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ রয়েছে। পাশাপাশি কিছু ব্যক্তিগত ডকুমেন্টস তৈরির কাজও রয়েছে বাংলাদেশের দ্রুততম মানবের। সময় কম হলেও জাতীয় দলের ক্যাম্পে কিছুটা সময় কাটাতে পারেন ইমরানুর। 

জাতীয় দলের কোচ আব্দুল্লা হেল কাফি বলেন, ‘আমি শুনেছি ইমরানুর ঢাকায় এসেছে। দেখা হয়নি। মঙ্গলবার অনুশীলন করতে পারে ক্যাম্পে এসে।’ 

সূত্রে জানা গেছে, জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলে থাকেন ইমরানুর রহমান। এই সংস্থাটির সঙ্গে চুক্তির বিষয়েই সব ঠিক করতে তার ঢাকায় আসা। হাংঝু এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন দেশের দ্রুততম মানব। তার ক্যারিয়ারের সেরা সাফল্য এশিয়ান ইনডোর গেমেসে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম