Logo
Logo
×

খেলা

পাপনের সঙ্গে তামিমের খোলামেলা আলোচনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

পাপনের সঙ্গে তামিমের খোলামেলা আলোচনা

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গত ৫ জুলাইয়ের পর থেকে পেশাদার ক্রিকেটে নেই। জানুয়ারিতে জাতীয়  নির্বাচন শেষে বিপিএলের মধ্য দিয়ে ফের ক্রিকেটে ফিরবেন দেশ সেরা এই ওপেনার। 

সোমবার গুলশানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে তামিম বলেন, ‘আমি মার অপেক্ষা ছিল ক্রিকেট বোর্ডের সঙ্গে মিটিং করবো আনুষ্ঠানিক ভাবে। আজকে যখন প্রেসিডেন্টের সঙ্গে মিটিং হয়, অনেক কিছু নিয়ে আলাপ করেছি। আমার কী কী সমস্যা, কী কী হয়েছে...যাই হোক খোলা মেলা আলোচনা ছিল।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘পাপন ভাইয়েরও অনেক কিছু শেয়ার করার ছিল। সেগুলো তিনি শেয়ার করেছেন। আমি বোর্ড প্রধানকে বলেছি আমি কী চাই। তারপর উনি বলেছেন, সামনে নির্বাচন ব্যস্ততা আছে। প্রেস কনফারেন্সেও একই ধরনের কথা বলেছেন। জানুয়ারি পর্যন্ত আমাকে বলেছেন একটু থামতে, তারপর দেখা যাক কী হয়।’

তামিম আরও বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম বেশ কয়েকদিন, এই মিটিং তাই হয়নি। মিটিংটা হওয়ার কথা ছিল কয়েকটা দিন আগে। বিশেষ করে গতকাল হওয়ার কথা ছিল। কিন্তু নমিনেশনের কারণে আজকে শিফট করতে হয়েছে। কালকে প্রথম টেস্ট শুরু হচ্ছে। দুর্ভাগ্যবশত টাইমিংটা এমন হয়ে গেছে। আজকে মিটিংয়ের পর স্টেটমেন্ট আসা উচিত যে কোন ইমপ্যাক্ট যেন খেলায় না পড়ে।

প্রসঙ্গত, তামিম জাতীয় দলের হয়ে গত ৫ জুলাই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। এমন অভিমানী ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্ধান্ত বদলান তামিম। 

গত ৩ আগস্ট তামিম ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন। এরপর অধিনায়ক করা হয় সাকিব আল হাসানকে। বিশ্বসেরা এই অলরাউন্ডার না চাওয়ায় ভারতে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে রাখা হয়নি তামিমকে। দীর্ঘদিন ধরে পেশাদার ক্রিকেট থেকে দূরে থাকা এই তারকা ওপেনার আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য বিপিএলের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরতে চান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম