Logo
Logo
×

খেলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্রাভোর বিরতি 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১১:১৮ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্রাভোর বিরতি 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ খেলেছেন তিনি ২০২২ সালের ফেব্র“য়ারিতে। এবার ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান করার পরও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ড্যারেন ব্রাভো।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৪ বছর বয়সি এই মিডল অর্ডার ব্যাটার।

ব্রাভো লিখেছেন, ‘চিন্তা করার জন্য কিছুটা সময় নিয়েছি। ভেবেছি, একজন ক্রিকেটার হিসাবে আমার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আমার শক্তি, আবেগ, শৃঙ্খলতা, সামর্থ্য দিয়ে সব রকম চেষ্টা করেছি দীর্ঘদিন ধরে। কাজটা সহজ ছিল না। সর্বোচ্চ পারফরম্যান্স করার চেষ্টাও করেছি। কিন্তু আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল।’

হতাশা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘এই মুহূর্তে তিনটি দল তিন সংস্করণের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করছে। সব মিলিয়ে ৪০-৪৫ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। ঘরোয়া প্রতিযোগিতাতে যথেষ্ট রান করার পরও যদি কোনো দলেই আমার জায়গা না হয়, তা হলে বার্তা খুব পরিষ্কার। ঘুরিয়ে বলেই দেওয়া হচ্ছে, এখানে আমার ভবিষ্যৎ নেই। আমি হাল ছাড়ছি না। তবে মনে করি, আমার কিছু সময়ের জন্য দূরে থাকাই ভালো। তরুণ প্রতিভাবানদের জায়গা ছেড়ে দেওয়া উচিত। সবার জন্য আমার শুভেচ্ছা থাকবে। আমি আমার স্বপ্ন আঁকড়ে ধরে সবসময় বাঁচতে চেয়েছি।’ 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্রাভো ৫৬টি টেস্ট, ১২২টি ওয়ানডে এবং ২৬টি টি ২০ ম্যাচ খেলেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম