ঘরের মাঠ ইতিহাদে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৩ ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল ম্যানসিটি। ইংলিশ চ্যাম্পিয়নদের সেই জয়যাত্রায় ছেদ টেনে দিল লিভারপুল।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সিটি। দলকে পুরো তিন পয়েন্ট এনে দিতে না পারলেও প্রিমিয়ার লিগে দ্রুততম ৫০ গোলের নতুন রেকর্ড গড়েছেন সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হলান্ড। ৫০ গোল করতে তার লাগল মাত্র ৪৮ ম্যাচ।
আগের রেকর্ডটি যার ছিল সেই অ্যান্ড্র– কোল ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন ৬৫ ম্যাচে। কাল ২৭ মিনিটে নাথান একের পাস থেকে রেকর্ড গড়া গোলে সিটিকে এগিয়ে দেন হলান্ড। ৮০ মিনিটে মোহামেদ সালাহর পাস থেকে লিভারপুলকে সমতায় ফেরান ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড।
পয়েন্ট ভাগাভাগির পর ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই আছে ম্যানসিটি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। তবে ব্রেন্ডফোর্ডের বিপক্ষে জিতলে এ দুদলকে টপকে শীর্ষে উঠে যাবে আর্সেনাল (২৭ পয়েন্ট)।