পেশাদার বক্সিংয়ে নয়টি লড়াইয়ের মধ্যে আন্তর্জাতিক ফাইট হয়েছে তিনটি। বাকিগুলো স্থানীয় বক্সারদের লড়াই।
আন্তর্জাতিক ফাইটের মধ্যে বাংলাদেশের আবদুল মোত্তালিব ভারতের জাতীয় চ্যাম্পিয়ন বিক্রম মলিককে আট রাউন্ডের খেলায় চতুর্থ রাউন্ডে নকআউট করে চ্যাম্পিয়ন হন।
ভারতের জাস্পিত সিংয়ের কাছে হেরে রানারআপ হন ওমর ফারুক। আরেকটি আন্তর্জাতিক লড়াইয়ে নেপালের লোকেশ ডাঙ্গিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন পাকিস্তানের মোহাম্মদ আজহার।
স্থানীয় লড়াইয়ে নাসিম আহমেদকে হারিয়ে সাবিউল ইসলাম, মোহাম্মদ হাসিবকে হারিয়ে মোহন আলী, হীরা মিয়াকে হারিয়ে মোহাম্মদ জাওয়াদ, বিথী আক্তারকে হারিয়ে জুঁই এবং শিমুল মিয়াকে হারিয়ে সালমান চ্যাম্পিয়ন হন। বাকি স্থানীয় বক্সারদের মধ্যে একটি খেলা ড্র করেন সানজিদা জিন্নাত ও বৃষ্টি আক্তার।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু। এ সময় চিত্রনায়ক ফেরদৌস ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।