Logo
Logo
×

খেলা

পাকিস্তান দলে তিন ফরম্যাটে তিন অধিনায়ক চান আমির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম

পাকিস্তান দলে তিন ফরম্যাটে তিন অধিনায়ক চান আমির

বিশ্বকাপের চলতি আসরে বাজে পারফরম্যান্সের কারণে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। যে কারণে বাবর আজমের নেতৃত্বাধীন দলকে নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে। 

পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটার বারব আজমকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও তুলছেন। মোহাম্মদ আমির সরাসরি বাবর আজমকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা না বললেও তিন ফরম্যাটের জন্য তিন অধিনায়কের নাম প্রস্তাব করেছেন।

পাকিস্তানের স্থানীয় একটি সংবাদমাধ্যমে আমির বলেন, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক হিসেবে  আমি ইমাদ ওয়াসিমকে বেছে নেব। আর ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আমার পছন্দ শান মাসুদ।

পাকিস্তানকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেওয়া সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে টেস্ট দলের নেতৃত্বে ফের দেখতে চান আমির। 
আমির বলেন, আপনি যদি কোনও তরুণকে টেস্ট অধিনায়কত্বের জন্য প্রস্তুত করতে চান তবে সরফরাজকে দুই বছর অধিনায়ক হিসেবে রেখে একজন তরুণকে সহ-অধিনায়ক হিসেবে রাখতে পারেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম