Logo
Logo
×

খেলা

পাকিস্তান কোচের চাকরি ছাড়লেন মরকেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

পাকিস্তান কোচের চাকরি ছাড়লেন মরকেল

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে ঘরে-বাইরে সমালোচনা হচ্ছে। সেই সমালোচনার মাঝেই পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন মরনে মরকেল। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১ মাস আগে চাকরি ছেড়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার মরকেল। 

এক সংক্ষিপ্ত বিবৃতিতে মরকেলের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। চলতি বছরের জুনে পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে যাত্রা শুরু হয় মরনে মরকেলের। 

ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের আগে নতুন পেস বোলিং কোচের সন্ধানে নামতে হচ্ছে পিসিবিকে।

প্রসঙ্গত, মরকেল দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৭টি ওয়ানডে, ৮৬টি টেস্ট আর ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৪৪ উইকেট শিকার করেন মরকেল। ক্রিকেট থেকে অবসরে কোচিংকে পেশা হিসেবে বেছে নেন ৩৯ বছর বয়সী এই তারকা।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম