Logo
Logo
×

খেলা

প্রোটিয়াদের আলোচনায় শুধুই ফাইনাল

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ১১:৫৫ পিএম

প্রোটিয়াদের আলোচনায় শুধুই ফাইনাল

রাসি ফন ডার ডুসেনের ব্যাটে গত পরশু আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে অঘটন ও স্বাগতিক ভারতের বিপক্ষে হার ছাড়া লিগপর্বের বাকি সাত ম্যাচ জিতেছে টেম্বা বাভুমার দল। 

১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। লিগপর্বে অসিদের বিপক্ষে ১৩৪ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। এর আগে দুবার বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তারা। 

দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাসি ফন ডার ডুসেন জানিয়েছেন, ‘তাদের চ্যাট গ্রুপে এখন শুধু ১৯ নভেম্বরের ফাইনাল নিয়ে আলোচনা হয়।’

তিনি বলেন, ‘লিগপর্বে জিতলেও সেমিফাইনাল সম্পূর্ণ ভিন্ন হবে। অস্ট্রেলিয়ার এমন কিছু খেলোয়াড় আছে, যারা আগেও এমন পরিস্থিতিতে ম্যাচ খেলেছে এবং তাদের জানা আছে কীভাবে বিশ্বকাপ জিততে হয়। চার বছর আগেও তারা বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। এমন পরিস্থিতিতে কী করতে হয়, তা হয়তো আমাদের চেয়ে তারা ভালো জানে। 

তবে ম্যাচে তারাই এগিয়ে থাকবে, যারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। বিশ্বকাপের শুরু থেকে প্রতিটি ম্যাচ জিততেই হবে এমন মনোভাব নিয়ে আমরা খেলেছি। এ ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। তারা দুর্দান্ত দল, আশা করি, দারুণ একটা ম্যাচ হবে। জানেন, আমাদের চ্যাট গ্রুপে কি  হয়? সেখানে শুধু আলোচনা হয় ১৯ নভেম্বরের ফাইনাল নিয়ে। আমরা ওইদিন শিরোপা জিততে পারব কি না এ নিয়ে। আমরা বিশ্বকাপ থেকে দারুণ কিছু স্মৃতি নিয়ে ফিরতে চাই।’

এর আগে ১৯৯৯ ও ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল দক্ষিণ আফ্রিকার। ১৯৯৯ বিশ্বকাপের ওই ম্যাচ টাই (সমতা) হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় ফাইনালের টিকিট পায় অস্ট্রেলিয়া। 

ডুসেন বলেন, ‘১৯৯৯ বিশ্বকাপের সময় আমার বয়স ছিল ১০ বছর, তেমন কিছু মনে নেই। অবশ্য ওই সময় বিশ্বকাপ জয়ের একটা দারুণ সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগটা এবার আমাদের হাতেও আছে। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল যেভাবে খেলতে চেয়েছিল, সেভাবে পারেনি। খেলায় এমন হয়ই, এখানে কেউ জিতবে আর কেউ হারবে।’
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম