মুশফিক-মাহমুদউল্লাহর ক্যারিয়ার নিয়ে যা বললেন হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম
চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচটিই বিশ্বকাপের শেষ ম্যাচ হতে যাচ্ছে সাবেক দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের।
বাংলাদেশের হয়ে ২০০৭ সাল থেকে টানা পাঁচটি বিশ্বকাপ খেলেছেন মুশফিক ও সাকিব আল হাসান। চারটি বিশ্বকাপ খেলেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
ভারতে বিশ্বকাপ চলাকালীন মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন তিনি খুব শিগগিরই অবসর নেবেন। মুশফিক ও সাকিব খেলা চালিয়ে গেলেও আগামী বিশ্বকাপে তাদের খেলা অনিশ্চিত।
এ ব্যাপারে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, তাদের যাত্রাটা অসাধারণ। চার-পাঁচটা বিশ্বকাপ খেলা ইউনিক। আমি জানি না তারা শেষ বিশ্বকাপ খেলছে কিনা! তারা এখনো অনেক ফিট, এখনো পারফর্ম করছে। তারা শেষ টানবে কিনা তা তাদের সিদ্ধান্ত, আমি এ বিষয়ে মন্তব্য করতে পারি না। তবে চার-পাঁচ বিশ্বকাপ খেলাটা অনেকের কাছেই স্বপ্নের মতো।
টাইগারদের কোচ আরও বলেন, বাংলাদেশের ছোট ক্রিকেট যাত্রায় তারা বাংলাদেশের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে সেরা। যদি তারা শেষ করার সিদ্ধান্ত নেয় তাহলে সেটা হবে বাংলাদেশ ক্রিকেটের 'চেঞ্জ অব ব্যাটন' এর মতো।