সেই বিতর্কিত আউট নিয়ে ম্যাথুসকে যা বললেন উইলিয়ামসন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
গত সোমবার দিল্লিতে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে হেলমেট বিতর্কের কারণে ক্রিকেট ইতিহাসে প্রথমবার ‘টাইমড আউট’ হন লংকান সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই বিতর্ক এখনও থামেনি।
আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে শ্রীলংকা-নিউজিল্যান্ড ম্যাচেও সেই বিতর্ক সামনে নিয়ে আসেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বাংলাদেশ ম্যাচে ব্যাট করতে নামার পর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুসের। তখন হেলমেট বদল করতে গিয়ে দেরি করে ফেলেছিলেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে স্ট্রাইক না নেওয়ার আম্পায়ারের কাছে আবেদন করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে ম্যাথুসকে আউট দিয়েছিলেন আম্পায়ার। সেই ম্যাচে ২৭৯ রান করেও ৩ উইকেটে হেরে যায় শ্রীলংকা।
আজ নিউজিল্যান্ড ম্যাচে নবম ওভারে ব্যাট করতে নামেন ম্যাথুস। মাঠে ব্যাট হাতে নামার পর তার কাছে গিয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন জিজ্ঞাসা করেন, ‘হেলমেট ঠিক আছে তো?’ জবাবে শ্রীলংকার সাবেক অধিনায়ক হেসে বলেন, ‘হ্যাঁ, ঠিক আছে।’’ তখন কাছেই ছিলেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। তিনিও হেসে দেন।
এদিন বেঙ্গালুরুতে বিশ্বকাপের চলতি আসরের ৪১তম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪৬.৪ ওভারে ১৭১ রানেই অলআউট হয় শ্রীলংকা। টার্গেট তাড়ায় ১৬০ বল হাতে রেখে ৫ উইকেটের দাপুটে জয় পায় নিউজিল্যান্ড।
Kane Williamson asking Angelo Mathews if he had checked his Helmet strap when he came to bat. ???#NZvsSL #WorldCup2023india #ICCWorldCup #AngeloMatthews pic.twitter.com/k3eot84WhN
— Mudasar Choudhary (@MudasarJatt) November 9, 2023