বিশ্বকাপের সেরা ৩ খেলোয়াড়ের নাম জানালেন রিকি পন্টিং
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম
ভারতে চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। লিগ পর্বের শেষ দিকে এসে পৌঁছেছে ভারত বিশ্বকাপ। তবে এরই মধ্যে নিজের দৃষ্টিতে সেরা তিন ক্রিকেটারের নাম জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। যেখানে দক্ষিণ আফ্রিকার তারকা ও ফর্মে থাকা স্পিনারকেও বেছে নিয়েছেন অজি এ কিংবদন্তি।
পন্টিং নিজের স্বদেশি স্পিনার অ্যাডাম জাম্পাকে শুরুতেই রেখেছেন। বৈশ্বিক এ মহারণে দুর্দান্ত বোলিং করছেন জাম্পা। সবশেষ তার অলরাউন্ডার পারফরম্যান্সে সেমির দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন অজিরা। ১০ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে খেলেন ১৯ বলে ২৯ রানের অপরাজিত ক্যামিও ইনিংস। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত তার শিকার ১৭ উইকেট।
পন্টিংয়ের ভাষায়— জাম্পাকে এড়িয়ে যাওয়া খুবই কঠিন। সে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি। সে প্রথম দুই ম্যাচে কোনো উইকেটই পায়নি এবং তার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এখন সবচেয়ে বেশি উইকেট তার। সে অসাধারণ পারফর্ম করছে। সূত্র: ক্রিকইনফো
এর পর দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কককে রেখেছেন পন্টিং। চলতি বিশ্বকাপে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ডি কক। তবে এ বিশ্বকাপ শেষেই অবসর নেবেন এ প্রোটিয়া ওপেনার। চলতি বিশ্বমঞ্চে ৭ ম্যাচে ৫৪৫ রান করেছেন তিনি।
পন্টিংয়ের মন্তব্য— কুইন্টন চারটি শতক হাঁকিয়েছে। এটিই তার শেষ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্রিগেডে খুবই শক্ত অবস্থান তার। তৃতীয় স্থানে আরেক প্রোটিয়া অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে রেখেছেন অজিদের সাবেক এ ক্রিকেটার। চলতি বিশ্বকাপে ১৬ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১৪৩ রান করেছেন এ অলরাউন্ডার।
পন্টিংয়ের ভাষ্যমতে, শেষ ম্যাচে আমি আরেকজন দক্ষিণ আফ্রিকানকে নিচ্ছি, মার্কো ইয়ানসেন। তিনি দক্ষিণ আফ্রিকাকে নতুন বলে উইকেট তুলে দিতে সক্ষম হয়েছেন, পাওয়ার প্লের উইকেট দিয়ে তাদের বোলিং ইনিংস স্থাপন করেছেন। ব্যাট হাতে সহজ লোয়ার-অর্ডারে রান দিয়ে অবদান রাখতে সক্ষম হয়েছেন।