ওয়ানডেতে মাইলফলক গড়লেন পাকিস্তানের পেসার হাসান আলি। আইসিসি বিশ্বকাপে ব্যাঙ্গালুরুতে কিউইদের বিপক্ষে আজকের ম্যাচে তিনি এই নজির গড়েন।
শনিবার ৫০ ওভারি খেলায় শত উইকেটের মালিক হয়েছেন হাসান আলি। একশ’ উইকেটের মাইলফলক ছুঁতে ৬৬ ম্যাচ খেলেছেন এই পেসার। কিউই ওপেনার ডেভন কনওয়েকে আউট করে পাকিস্তানের ৬ষ্ঠ বোলার হিসেবে দ্রুত এই রেকর্ড গড়েন তিনি।
আজকের ম্যাচে বেশ খরুচে বল করেছেন হাসান আলি। ১০ ওভার বল করে ৮২ রান দিয়েছেন। একটি উইকেটে সীমাবদ্ধ ছিলেন।
ওয়ানডেতে শত উইকেট পাওয়া পাকিস্তানের বোলারদের মধ্যে হাসান ২২তম। তার অগ্রজ ওয়াসিম আকরাম ৩৫৬ ম্যাচ খেলে ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ ৫০২ উইকেটের মালিক।
এবারের বিশ্বকাপে শুরুতে ডাকই পাননি হাসান আলি। পরে তাকে দলে নেওয়া হয়।