প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম হবে বিদেশে। শুক্রবার এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ১০টি ফ্র্যাঞ্চাইজিকেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বিসিসিআই।
চলতি মাসের ২৬ তারিখের মধ্যে ক্রিকেটারদের ছাড়তে হবে এবং চাইলে অন্য দলের সঙ্গে আদান-প্রদানও করতে পারবে ফ্র্যাঞ্চাইজি মালিকরা।
নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার কেনার জন্য ১০০ কোটি টাকা খরচ করতে পারবে। গত বছর বিসিসিআই ইস্তাম্বুলে মিনি নিলাম আয়োজন করার চেষ্টা করেছিল। পরে অবশ্য সেই ভাবনা থেকে সরে আসে।
আইপিএলের ১৭তম আসরের জন্য ক্রিকেটার আদান-প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। লখনৌ সুপার জায়ান্ট থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার রোমারিও শেফার্ড।