আগামীকাল শ্রীলংকার মুখোমুখি হবে বিশ্বকাপের এবারের আসরের হট ফেভারিট ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ম্যাচটি দুপুর আড়াই টায় শুরু হবে।
এই ম্যাচের আগে লখনৌতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে বিমানে মুম্বাইয়ে আসার সময় সেখানকার দূষণ দেখে আঁতকে উঠেছিলেন রোহিত শর্মা। সেকথা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জানান ভারতীয় অধিনায়ক।
যে কারণে ভারত-শ্রীলংকা, অস্ট্রেলিয়া-আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলংকা ম্যাচে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
মুম্বাই ও দিল্লিতে বিশ্বকাপের ম্যাচে আতশবাজির প্রদর্শনী হবে না। তার কারণ, এ দুই শহরের দূষণ। দিলি ও মুম্বাইয়ের দূষণের মাত্রা এতটাই বেশি যে, সেখানে আতশবাজি ফাটিয়ে আর দূষণ বাড়াতে চায় না ভারতীয় বোর্ড।