Logo
Logo
×

খেলা

যে কারণে পদত্যাগ করলেন ইনজামাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৯:০৮ পিএম

যে কারণে পদত্যাগ করলেন ইনজামাম

সম্প্রতি চাউর হয় তালহা রেহমানির মালিকানাধীন একটি কোম্পানিতে শেয়ার রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের। 

সেই কোম্পানিটি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকা খেলোয়াড়দের এজেন্ট হিসেবে কাজ করে। আর এই কারণে খেলোয়াড় নির্বাচনে স্পষ্টতা ছিল না, স্বার্থের সংঘাত তৈরি হয়েছে। এমন অভিযোগ ওঠার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন ইনজামাম। 

সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি সামনে চলে আসায় সোমবার এ বিষয়ে ইনজামামের কাছে ব্যাখ্যা চাওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। 

স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি তদন্তের জন্য সম্প্রতি পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করে পিসিবি। কমিটি দ্রুত সময়ের মধ্যে পিসিবির কাছে রিপোর্ট এবং যেকোনো সুপারিশ জমা দেবে।

তার আগেই পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান ইনজামাম-উল-হক।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ইনজামাম বলেন, লোকেরা কানকথা শুনে আমাকে নিয়ে নেতিবাচক কথা বলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, পদত্যাগ করাই ভালো। যদি পিসিবি আমার বিরুদ্ধে তদন্ত করতে চায় করুক; কিন্তু কোনো প্রমাণ ছাড়াই আমার সম্পর্কে বাজে কথা বলা ঠিক না।

ইনজামাম আরও বলেন, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগগুলো সামনে আনুন। আমি পিসিবিকে বলেছি, যে অভিযোগ করা হয়েছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। প্লেয়ার এজেন্ট কোম্পানি, এ বিষয়গুলো আমাকে কষ্ট দেয়।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, আমাকে ফোনে বলা হয়েছিল যে পাঁচ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, তাই আমি বোর্ডকে বলেছি যে যতক্ষণ তদন্ত চলছে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমার পদত্যাগ করাই ভালো। যখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তখন আমি আবার পিসিবির সঙ্গে বসব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম