Logo
Logo
×

খেলা

৫ মাস ধরে বেতন বন্ধ পাকিস্তানি ক্রিকেটারদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৫:২৯ পিএম

৫ মাস ধরে বেতন বন্ধ পাকিস্তানি ক্রিকেটারদের

পাকিস্তানি ক্রিকেটারদের বেতন আটকে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হয়তো এ কারণেই বিশ্বকাপে বাবর আজমদের ছন্নছাড়া পারফরম্যান্স! 

বিশ্বকাপের ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা চলতি আসরে নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারিয়ে মিশন শুরু করে। এরপর টানা চার ম্যাচে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায়। 

নিজেদের শেষ তিন ম্যাচে পাকিস্তান যদি বিশ্বকাপের হট ফেভারিট নিউজিল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও বাংলাদেশকে হারাতে পারে তাহলে তাদের সেমিফাইনালে খেলার ক্ষিণ সম্ভাবনা রয়েছে। 

তবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারানো কঠিন ব্যাপার। বিশেষ করে নিউজিল্যান্ড চলতি আসরে দুর্দান্ত ক্রিকেট খেলছে। তারা ইতোমধ্যে ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে সেমির পথেই আছে। তাদের হারানো পাকিস্তানের জন্য সহজ হবে না। 

বিশ্বকাপে পাকিস্তানের এমন কঠিন পরিস্থিতির মধ্যেই দলটির সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ বলেছেন, গত পাঁচ মাস ধরে বাবর আজমরা কোনো বেতন পাননি। যে কারণে দলের ড্রেসিংরুমের অবস্থা মোটেও ভালো নেই। 

পাকিস্তানের টিভি চ্যানেল পিটিভিতে রশিদ লতিফ বলেছেন, ‘পাকিস্তানের মিডিয়ায় বহু জিনিস দেখানো হচ্ছে। অনেক কিছুই হয়ত ভুয়া খবর। আমি সত্যিটা বলছি। যেটা অনেকদিন চাপা রয়েছে। বাবর আজম গত কয়েকদিন ধরেই পিসিবি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে উনি কোনও প্রতিউত্তর দিচ্ছেন না। এমনকি পিসিবির সিইও সালমান নাসেরও এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিরেক্টর উসামা ওয়ালহাকেও মেসেজ করেছিল বাবর। পিসিবির তরফে নাকি বলা হয়েছে, বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের যে কেন্দ্রীয় চুক্তি রয়েছে তা পর্যালোচনা করা হবে।’

বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই বাবর আজমদের সঙ্গে বেতন নিয়ে ঝামেলা চলছিল পিসিবির। সেই জন্যই পাঁচ মাসের বেতন আটকে রয়েছে ক্রিকেটারদের। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম