তিন ম্যাচে ব্যর্থতার পর স্মিথের ফিফটি, অস্ট্রেলিয়া ২০৩/২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম
অবশেষে ফর্মে ফিরলেন স্টিভ স্মিম। টানা তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ১৯, ০ ও ৭ রানে আউট হন তিনি।
তিন ম্যাচে ব্যর্থতার পর আজ বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৮ বলে ৯টি চার আর এক ছক্কায় ৭১ রানের ইনিংস খেলোর মধ্য দিয়ে ফর্মে ফিরেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।
এদিন ভারতের দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩.৫ ওভারে দলীয় ২৮ রানে ফেরেন ওপেনার মিচেল মার্শ।
এরপর দ্বিতীয় উইকেটে ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১১৮ বলে ১৩২ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ। এই জুটিতে ক্যারিয়ারের ১৫০তম ওয়ানডেতে ৩১তম ফিফটি হাঁকান স্মিথ। দলীয় ১৬২ রানে সাজঘরে ফেরেন তিনি।
এরিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩২ ওভারের খেলা শেষে ২ উইকেটে ২০৩ রান। দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। তাকে সঙ্গ দিচ্ছেন মার্নাস লাবুশেন। ৯০ ও ২৭ রানে ব্যাট করছেন ওর্য়ানার ও লাবুশেন।