Logo
Logo
×

খেলা

সাকিব এক ওভারেই দিলেন ২২ রান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০৭:১৯ পিএম

সাকিব এক ওভারেই দিলেন ২২ রান

সাকিব আল হাসান যে বিশ্বসেরা অলরাউন্ডার তাতে কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অলরাউন্ডার হিসেবে বর্তমানে শীর্ষে রয়েছেন সাকিব।

বিশ্বের অন্যতম সেরা এই তারকা ক্রিকেটারকে তুলোধুনো করে ছাড়েন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। 

মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

এদিন আগে ব্যাট করে কুইন্টন ডি ককের ১৭৪, হেনরি ক্লেসেনের ৯০, অধিনায়ক এইডেন মার্করামের ৬০ ও ডেভিড মিলারের ১৫ বলের ৩৪ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ৩৮২ রান করে প্রোটিয়ারা। 

এদিন ৫০ ওভারে খেলায় ১৩ ওভারেই ১৭৪ রান করে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের ৪৩তম ওভারে দুই চার ও সমান ছক্কায় সর্বোচ্চ ২২ রান খরচ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

৪৭তম ওভারে ২০ রান খরচ করেন পেসার হাসান মাহমুদ। ৪৯তম ওভারে ১৯ রান খরচ করেন পেস বোলার শরিফুল ইসলাম। তার আগে ৪৪তম ওভারে ১৭ রান খরচ করেন এই তরুণ পেসার। ইনিংসের শেষ ওভারে ১৪ রান খরচ করেন হাসান মাহমুদ।

এদিন বাংলাদেশ দলের হয়ে ৯ ওভারে ৭৬ রান খরচ করে কোনো উইকেট পাননি মোস্তাফিজুর রহমান। ৯ ওভারে ৭৬ রানে ১ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। মাত্র ৬ ওভারে ৬৭ রানে ২ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। ৯ ওভারে ৪৪ রানে ১ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। ৫ ওভারে ২৭ রানে কোনো উইকেট পাননি নাসুম। মাহমুদউল্লাহ রিয়াদ ৩ ওভারে ২০ রানে কোনো সাফল্য পাননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম