Logo
Logo
×

খেলা

বাবর-আফ্রিদির দ্বন্দ্ব, পিসিবি বলছে ‘ভুয়া’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০৬:৪৬ পিএম

বাবর-আফ্রিদির দ্বন্দ্ব, পিসিবি বলছে ‘ভুয়া’

বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে জয় পায় পাকিস্তান। এরপর টানা তিন ম্যাচে ভারত-অস্ট্রেলিয়ার পর গতকাল আফগানিস্তানের বিপক্ষে হেরে সমালোচনার মুখে পড়েছে বাবর আজমরা।

টানা তিন ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পাকিস্তান। দলের এমন বাজে পরিস্থিতির মধ্যেও গুঞ্জন অধিনায়ক বাবর আজম ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছে। 

গত এশিয়া কাপে প্রথম বাবর আজম ও শাহিন আফ্রিদির মধ্যে মনোমালিন্যের গুঞ্জন শোনা যায়। তবে শাহিন আফ্রিদি বিবাহোত্তর সংবর্ধনায় জানান, বাবরের সাথে তার সম্পর্ক পরিবারের মতো। 

এশিয়া কাপের পর বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারের পর আবারো বাবর আজম-শাহিন শাহ আফ্রিদির মধ্যে মনোমালিন্যের গুঞ্জন শোনা যাচ্ছে। 

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় ক্রিকেট দলের অভ্যন্তরীণ কোন্দল সম্পর্কে সাম্প্রতিক জল্পনাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। সংবাদমাধ্যমের একটি নির্দিষ্ট অংশের গুজবের বিপরীতে, পিসিবি দ্ব্যর্থহীনভাবে আশ্বাস দেয় যে, দলটি ঐক্যবদ্ধ এবং এই অপ্রমাণিত দাবির সমর্থনে কোনো প্রমাণ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, পিসিবি এই মিথ্যা সংবাদ প্রচারে হতাশ এবং এ ধরনের অভিযোগ ছড়ানোর আগে সাংবাদিকতার নৈতিকতা সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দেয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম