Logo
Logo
×

খেলা

পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকা ৬৭/২

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০৩:৩৩ পিএম

পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকা ৬৭/২

বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার লড়াইয়ে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজ দলের। এবারের আসরে চার ম্যাচ খেলে তিনটিতেই দুর্দান্ত জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় তিনে অবস্থান করছে প্রোটিয়ারা। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম। আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেলেও সপ্তম ওভারে টাইগারদের হয়ে আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। এর পর রসি ভ্যান ডার ডুসেনের উইকেটটিও তুলে নিয়েছেন মেহেদী মিরাজ। 

টসে হেরে বল করতে নেমে আজ শুরুতেই উইকেট তুলে নেওয়ার সুযোগ পেয়েছিলেন মেহেদী মিরাজ। দ্বিতীয় ওভারে বল করতে এসেই রেজা হ্যান্ড্রিকস কে সাজঘরে পাথানোর সুযোগ তৈরি করেছিলেন তিনি। টাইগার অলরাউন্ডারের করা প্রথম ওভারের পঞ্চম বলেই স্লিপে ক্যাচ তুলেছিলেন প্রটিয়া ওপেনার। তবে সেই ক্যাচ মুঠোবন্দি করতে পারেননি তানজিদ তামিম। 

তবে জীবন পাওয়া হ্যান্ড্রিকসকে আজ হুমকি হতে দেননি পেসার শরিফুল ইসলাম। সপ্তম ওভারের প্রথম বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে প্রোটিয়া ওপেনারকে বোল্ড করেন তিনি। 

হ্যান্ড্রিকস ফেরার পর ক্রিজে আসা ভ্যান ডার ডুসেনকেও লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন মিরাজ। শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে এখন ম্যাচের চালকের আসনে আছে বাংলাদেশ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭৫ রান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম