Logo
Logo
×

খেলা

সাকিবদের ডট বল বেশি খেলা নিয়ে যা বললেন শোয়েব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ পিএম

সাকিবদের ডট বল বেশি খেলা নিয়ে যা বললেন শোয়েব

ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপর টানা তিন ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরে যায়। 

সাকিবদের হ্যাটট্রিক পরাজয়ের মূল কারণ ভারতের রানপ্রসবা উইকেটে প্রত্যাশিত রান করতে না পারা। এজন্য মূল কারণ অতিরিক্ত ডট বল খেলা। 

এ ব্যাপারে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বলেন, ‘বাংলাদেশের সব উইকেট একরকম। তাদের অবকাঠামোগত পরিবর্তন আনতে হবে। উইকেটগুলো এমন কঠিন থাকে যে ডট বল খেলতেই হয়। ব্যাটসম্যানরা ক্রিজে গিয়ে সেট হতে পারে না। সে কারণে ডট বল খেলে উইকেট বোঝার চেষ্টা করে। এরপর বাউন্ডারি থেকে রান করার চেষ্টা করে। জাতীয় দলেও খেলার ঠিক একই ধরন দেখা যায়।’

শোয়েব আখতার আরও বলেন, ‘প্রতিভা আছে। অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে। তবে যারা বিশ্বকাপে খেলছে, তারাই ওদের সেরা। আমরা যখন লিগ খেলি সেখানে, তখন এরাই ধারাবাহিক পারফর্ম করে। তবে লিগগুলো টি-টোয়েন্টি সংস্করণে হয়। টি-টোয়েন্টিতে অনেক সময় ছোট পারফরম্যান্সও অনেক বড় হয়ে যায়। দলগুলো যখন বাংলাদেশে খেলতে যায়, তখন বাংলাদেশের কন্ডিশনে ভালো করার চ্যালেঞ্জ থাকে। ঘরের মাঠে টার্ন থাকে, বল নিচু হয়ে আসে। যদি মিরপুরে খেলি, অনেক সময় তো ১১০ রানই করা কঠিন হয়ে যায়।’

৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে থাকা বাংলাদেশ আগামী মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম