Logo
Logo
×

খেলা

ঐতিহাসিক জয়ে অবদান রেখে শাস্তি পেলেন আফগান তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৭:৩১ পিএম

ঐতিহাসিক জয়ে অবদান রেখে শাস্তি পেলেন আফগান তারকা

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। গত আসরের শিরোপাজয়ী দলটিকে রোববার হারিয়ে ইতিহাস গড়ে আফগানিস্তান। ক্রিকেটে কোনো ফরম্যাটে এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে জয় পেল এশিয়ার উঠতি দলটি। 

ইংল্যান্ডের বিপক্ষে ২৮৪ রান করে ৬৯ রানের দাপুটে জয় পায় আফগানিস্তান। দলের জয়ে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। 

ইংল্যান্ড ম্যাচে ৫৭ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে সাজঘরে ফেরার সময় বাউন্ডারি দড়িতে ব্যাট দিয়ে বাড়ি মারেন রহমানউল্লাহ। 

আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের অথবা মাঠের সরঞ্জামকে অপমান করা নিয়ম বহির্ভূত। যে কারণে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। দুই বছরে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম