ক্রিকেট বিশ্বকাপে অতীতের সাত আসরের মতো এবারো চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে স্রেফ উড়ে গেল পাকিস্তান।
শনিবার আহমেদাবাদে পাকিস্তানকে ১৯১ রানে গুঁড়িয়ে দিয়ে ৩০.৩ ওভারে সাত উইকেটের দাপুটে জয় পায় ভারত।
এদিন শাহিন শাহ আফ্রিদি ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলকে আউট করেন। জোড়া উইকেট তুললেও ৬ ওভারে খরচ করেন ৩৬ রান।
ভারত ম্যাচে শাহিন আফ্রিদির বোলিং দেখে ভারতের সাবেক তারকা ক্রিকেটার রবি শাস্ত্রী বলেন, শাহিন আফ্রিদি নিঃসন্দেহে একজন ভালো বোলার। নতুন বলে উইকেট নেওয়ার দক্ষতাও রয়েছে; কিন্তু শাহিন আফ্রিদি ওয়াসিম আকরামের মতো নয়।
ভারতের সাবেক প্রধান কোচ আরও বলেন, শাহিন আফ্রিদি ভালো বোলার। তবে ওকে নিয়ে এত লাফালাফির কিছু নেই। কেউ যদি ভালো বোলার হয়, তাহলে আমাদের প্রশংসার ক্ষেত্রেও যথেষ্ট সংযত হতে হবে। ভালো বোলার, এটুকু বলাই যথেষ্ট। শাহিন ভালো বোলার। তবে কোনোভাবেই গ্রেট বোলার নয়।