ফিটনেস ইস্যুতে তামিম ইকবালকে নিয়ে বিশ্বকাপের আগে হয়েছে ভরপুর নাটকীয়তা। শেষপর্যন্ত তামিমকে ছাড়াই খেলতে গেছে বাংলাদেশ। তবে টপ অর্ডার জ্বলে উঠতে পারেনি কোনো ম্যাচেই। ফলে রানপ্রসবা উইকেটে মুখ থুবড়ে পড়ছে টাইগারদের ব্যাটিং লাইনআপ।
এতে বেজায় নাখোশ বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তবে দলের প্রত্যেক ক্রিকেটার নিজ নিজ দায়িত্ব পালন করলে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।
সুজন বলেন, মন অবশ্যই ভালো না। ম্যাচ হারলে ভালো লাগবে না, স্বাভাবিক। আমরা ভালো খেলিনি। এখানে সবাই ম্যাচিউরড, সবাই বুঝে আমরা ভালো ক্রিকেট খেলিনি। ভালো খেললে জেতা সম্ভব এটাও সবাই বিশ্বাস করে।
বোলিং নিয়ে সন্তুষ্টি থাকলেও সুজনকে হতাশ করছে টাইগারদের ব্যাটিং, বিশেষত টপ অর্ডারের ব্যাটিং।
তিনি বলেন, নতুন বলে ফাস্ট বোলিং ভালো হচ্ছে। তবে টপ অর্ডারের ব্যাটিং ভালো হচ্ছে না। এই উইকেটে ২৪০ করে ম্যাচ জিততে পারবেন না। আমাদের ২৮৫ বা তিনশোর কাছাকাছি যেতে হতো, তখন ডিফারেন্ট বল গেম হতে পারত।আমরা ব্যর্থ হয়েছি। টপ অর্ডার ব্যর্থ হয়েছে, এটা একটা বড় ব্যাপার। এখনও আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে কামব্যাক করতে পারব। টপ অর্ডারের ঘুরে দাঁড়ানো দরকার। আমাদের সামর্থ্য আছে, দেখা যাক।