অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বড় স্কোর গড়ার পথে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি করে ইনিংস আরও বড় করার চেষ্টায় ওপেনার ডি কক।
বাভুমাকে নিয়ে শুরু থেকেই দারুণ সূচনা করেন কক। ১০৮ রানে এই জুটিতে ভাঙন ধরান ম্যাক্সওয়েল।
বাভুমা ৩৫ রানে আউট হওয়ার পর ডাসেনকে নিয়ে আরও ৫০ রানের জুটি গড়েন কক। এই জুটি যখন সাবলীল খেলে যাচ্ছিল তখন আঘাত হানের জাম্পা। ২৯ তম ওভারে ডুসেন ফিরেন ২৬ রান করে।
নতুন ব্যাটার হিসেবে মাঠে এসেছেন মার্করাম।
এ প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকা ১৮২ রানে ব্যাট করছে। অসি বোলররা মাত্র ২টি সফলতা পেয়েছেন। ৩২ ওভারের খেলা শেষ। কককে আটকাতে না পারলে বড় স্কোর গড়বে দক্ষিণ আফ্রিকা।
লখনৌর অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে সাধারণত রানখরা থাকে সব সময়। সর্বোচ্চ স্কোর এখানে ২৩৫। কিন্তু আফ্রিকার ব্যাটাররা যেভাবে ব্যাট করছে তাতে বড় স্কোর হওয়া অস্বাভাবিক নয়।
নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে জয় পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। তবে অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল ভারতের কাছে। সে ক্ষেত্রে আজ অস্ট্রেলিয়ার জয়ে ফেরার মিশন। আর দক্ষিণ আফ্রিকার মিশন ধারাবাহিকতা ধরে রাখার।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ (উইকেটরক্ষক), মার্নাস স্টইনিজ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল মার্শ, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (উইকেটরক্ষক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মারর্কাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশভ মাহারাজ, লুঙ্গি এনগিদি, তাবরিজ শামসি।