Logo
Logo
×

খেলা

মালানের সেঞ্চুরিতে রান পাহাড়ের দিকে ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০১:৪৩ পিএম

মালানের সেঞ্চুরিতে রান পাহাড়ের দিকে ইংল্যান্ড

ইনিংসের শুরু থেকেই দারুণ খেলছিলেন। সঙ্গী জনি বেয়ারস্টো আউট হলেও একপ্রান্ত আগলে ছিলেন ডেভিড মালান। বাংলাদেশের বোলিংকে উড়িয়ে এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন এই ওপেনার। এ নিয়ে ওয়ানডেতে ২৩ ইনিংসে ৫ ফিফটির পাশাপাশি ৬ সেঞ্চুরি হলো মালানের।

৩৯ বলে ফিফটি করেছিলেন ইংলিশ ওপেনার। সেঞ্চুরি করেছেন ৯১ বলে ১২টি চার ও দুটি ছক্কায়। সাকিবের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। বাংলাদেশের বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে চলতি বছর মিরপুরে করেছিলেন অপরাজিত ১১৪ রান।

টসে জিতে আজ বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। বাংলাদেশের হয়ে আজ বোলিং ইনিংসের সূচনা করেন মুস্তাফিজুর রহমান। এরপর একে একে বোলিংয়ে এসেছেন তাসকিন আহমেদ, শরিফুল হোসেন, সাকিব এবং মেহেদী মিরাজ। তবে কেউই আজ সফলতার দেখা পাননি। শুরুতে একবার মুস্তাফিজুর রহমানের এক বলে কট বিহাইন্ডের আবেদন করেছিল টাইগাররা। সেটির রিভিউও নিয়েছিলেন অধিনায়ক সাকিব। তবে রিভিউতে দেখা যায় বল লেগেছে ডেভিড মালানের হাতে। 

এদিকে দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো এবং মালান মিলে আজ দেখেশুনেই খেলেছেন টাইগার বোলারদের। দুজন মিলে জুটি বেঁধে ব্যাটিং পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে তুলেন ৬১ রান। এরপর নিজের স্বভাবসুলভ ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার। একে একে দুইজনেই তুলে নেন তাদের অর্ধশতক। 

আরও পড়ুন: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইকেটের সন্ধানে থাকা বাংলাদেশকে ১৮তম ওভারে স্বস্তি এনে দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যক্তিগত ৫২ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। তবে দ্বিতীয় উইকেট জুটিতে জো রুটকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার ডেভিড মালান। 

টাইগারদের বোলারদের ক্ষণিকের জন্যও দাঁড়াতে দেয় নি দুই ইংলিশ টপ অর্ডার। ইনিংসের ৩২তম ওভারে নিজের প্রথম ওয়ানডে বিশ্বকাপের প্রথম শতক মাত্র ৯১ বল খেলেই তুলে নেন মালান। এই বাঁহাতি ব্যাটারের শতকে রান পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে ইংলিশরা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৬ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে ২৫৯ রান। ১৩৬ রানে ব্যাট করছেন মালান। রুট ৬৮ রানে ব্যাট করছেন।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম