Logo
Logo
×

খেলা

নিজের অবস্থানে কি থাকছেন ফখর জামান, কী বললেন মিকি আর্থার?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৪:৩০ পিএম

নিজের অবস্থানে কি থাকছেন ফখর জামান, কী বললেন মিকি আর্থার?

ফখর জামান। ছবি: ক্রিকেট পাকিস্তান

পাকিস্তান দলের টিম ডিরেক্টর (পরিচালক) মিকি আর্থার স্বীকার করেছেন যে, তিনি শ্রীলংকার ‘শক্তি ও দুর্বলতা’ সম্পর্কে জানেন। কারণ তিনি পাকিস্তানের এশীয় প্রতিদ্বন্দ্বী দেশটির নেতৃত্বে দুই বছর কাটিয়েছেন।

মঙ্গলবার হায়দ্রাবাদে বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান এবং শ্রীলংকা পরস্পরের মুখোমুখি হবে। শ্রীলংকা দলের খেলোয়াড়দের সম্পর্কে খুঁটিনাটি জানেন আর্থার। তিনি ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত দেশটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বার্তা সংস্থা এএফপিকে আর্থার বলেছেন, ‘হ্যাঁ, আমি তাদের শক্তি এবং দুর্বলতা জানি, তাই আমরা তাদের সবার জন্য পরিকল্পনা করব।’

‘তাদের একটি বিপজ্জনক দিক আছে, তাই তাদের পরাজিত করার জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে খেলতে হবে।’

এর আগে শুক্রবার হায়দ্রাবাদে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান।

এ প্রসঙ্গে পাকিস্তানের টিম ডিরেক্টর বলেন, আমি বিশ্বকাপে প্রথম জয় উপভোগ করেছি; যদিও এটি একটি দুর্দান্ত পারফরম্যান্স ছিল না। তবে আমরা জয়ের জন্য যথেষ্ট করেছি।

এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ১২ রান করা ওপেনার ফখর জামানকে লাইফলাইন দিয়ে মঙ্গলবারের ম্যাচে পাকিস্তান একই লাইন আপ রাখতে পারে।

আর্থার বলছেন, ‘আমি তার ফর্ম নিয়ে চিন্তিত নই, সে একজন ভালো খেলোয়াড় এবং মাত্র এক ইনিংস বড় স্কোর করতে পারেনি। 

উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান হলেন ফখর জামান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম