বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মারক্রামের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৭:০২ পিএম
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এইডেন মারক্রাম। ভারতের দিল্লিতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে শতক স্পর্শ করেন তিনি।
১৪ চার আর তিন ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। বিশ্বকাপ ইতিহাসে এটিই দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি।
বিশ্বকাপে সাত ইনিংসে মারক্রামের প্রথম সেঞ্চুরি এটিই। ২০১৯ আসরে ওভালে বাংলাদেশের বিপক্ষে ৪৫ ছিল মারক্রামের আগের সেরা।
বিশ্বকাপে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের আগের দ্রুততম সেঞ্চুরি ছিল এবি ডি ভিলিয়ার্সের, ২০১৫ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে।
এর আগে দ্রুততম সেঞ্চুরিটি ছিল আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ানের। ২০১১ আসরে ইংল্যান্ডের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ৫০ বলে।
এই রেকর্ডের তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৫ আসরে শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শতক ছুঁয়েছিলেন ৫১ বলে।