৮৩ রানে আফগান দুই ব্যাটসম্যানকে ফেরালেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ১২:২২ পিএম
সাকিব আল হাসানের দ্বিতীয় শিকার রহমত শাহ। আফগানিস্তান ৮৩ রানে হারাল ২ উইকেট। এর আগে ইবরাহিম জাদরানকে আউট করে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব।
আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে আজ ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল।
শনিবার ভারতের ধর্মশালায় ১১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে আফগানিস্তান। দলীয় ৪৭ রানে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ইবরাহিম জাদরান।
বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ ভারত। টুর্নামেন্টে ১০টি দল ৪৫টি ম্যাচে অংশ নিবে।
গত বৃহস্পতিবার আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৮২ রানে অলআউট হয় ব্রিটিশরা। টার্গেট তাড়ায় ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৮২ বল হাতে রেখে ৯ উইকেটের দাপুটে জয় পায় নিউজিল্যান্ড।
গতকাল শুক্রবার দ্বিতীয় ম্যাচে আইসিসির সহযোগী সদস্য দল নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান।
আজ বিশ্বকাপের এবারের আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি এশিয়ার দুই দল বাংলাদেশ-আফগানিস্তান।