Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে যে রেকর্ড শুধু সাকিবের 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৭:১২ পিএম

বিশ্বকাপে যে রেকর্ড শুধু সাকিবের 

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন সাকিব আল হাসান। ২০০৭ সাল থেকে ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব দখল করেছেন সাকিব। 

এবারের বিশ্বকাপ শুরুর আগেও ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন সাকিব। বুধবার সাপ্তাহিক হালনাগাদেও শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। এতেই বিশ্বকাপের বিরল এক রেকর্ড গড়েছেন তিনি। 

২০১১, ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপে সেরা অলরাউন্ডার হিসেবেই শুরু করছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। 

এই কীর্তিতে অস্ট্রেলিয়ান গ্রেট গ্রেগ চ্যাপেল ছাড়া দ্বিতীয় নেই কারো নাম। ১৯৭৫ এবং ১৯৮৩ বিশ্বকাপে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করেছিলেন চ্যাপেল। 

১৯৭৯ বিশ্বকাপে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ শুরু করেছিলেন ইংল্যান্ডের ক্রিস ওল্ড। ৮৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, ৯২ বিশ্বকাপে ভারতের কপিল দেব ছিলেন সেরা অলরাউন্ডার। 

৯৬ থেকে পরের চার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রনিয়ে, ৯৯ বিশ্বকাপে ল্যান্স ক্লুজনার, ২০০৩ বিশ্বকাপে জ্যাক ক্যালিস এবং ২০০৭ বিশ্বকাপের আগে শন পোলক ছিলেন র‍্যাংকিংয়ে সেরা অলরাউন্ডার।

২০১১ সালের পর থেকে বিশ্বকাপের সব আসরেই র‍্যাংকিংয়ে সেরা অলরাউন্ডার হিসেবে টুর্নামেন্ট শুরু করেছেন সাকিব আল হাসান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম