Logo
Logo
×

খেলা

বিনামূল্যে ৩৩ হাজার টিকিট, তারপরও ফাঁকা মোদি স্টেডিয়াম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৬:৪০ পিএম

বিনামূল্যে ৩৩ হাজার টিকিট, তারপরও ফাঁকা মোদি স্টেডিয়াম

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার জন্য ৩৩ হাজার নারীকে বিনামূল্যে টিকিট দেওয়া হয়। টিকিট বিনামূল্যে দেওয়ার পরও নরেন্দ্র মোদি স্টেডিয়াটি ফাঁকা থাকে। 

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৮২ রান করে ইংল্যান্ড। ইংলিশরা ব্যাটিং করার সময় এক লাখ ৩০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামের পুরো অংশই ছিল ফাঁকা।

অথচ বিজেপি নেতারা ৩৩ হাজার নারীকে খেলা দেখার জন্য বিনামূল্যে টিকিট দেন। অথচ তাদের অর্ধেকও খেলা দেখতে মাঠে আসেননি। 

অনলাইনে টিকিট কাটতে গিয়ে সমর্থকদের নাজেহাল হতে হয়েছে। টিকিট বিক্রি শুরু হওয়ার সময়েই ওয়েবসাইটে ঢুকে পড়লেও ‘লাইনে’ দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।

শুধু তাই নয়! ইলেকট্রনিক টিকিট গ্রহণযোগহ্য হবে না বলে আগেই জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে কাগজের টিকিট হাতে পেতেও ঘামঝরাতে হয় সমর্থকদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম