২০১৩ সালের পর আইসিসি নির্ধারিত টুর্নামেন্টের শিরোপা উচিয়ে ধরা হয়নি ভারতীয় কোন অধিনায়কের। বেশ কয়েকবার কাছাকাছি গিয়েও শিরোপার ছোয়া পায়নি তারা।
এর জন্য ‘চোকার’ উপাধিও পেয়েছে ২০১১ সালে বিশ্বকাপ জয়ী দলটি। তবে সেই চোকার থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছে ভারতের কাছে।
একেতো একদিনের ক্রিকেটে বর্তমানে এক নম্বর দল, তার ওপরে খেলাটাই নিজেদের মাঠে। আর গত তিন বিশ্বকাপে আয়োজক দেশ থেকে শিরোপা জেতায় এবার সেই চোকার তকমা দূর করতে আরও একটা ইতিবাচক বিষয় পাশে পাচ্ছে ভারত।
সম্প্রতি এশিয়াকাপ জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ নিজেদের করে নিয়ে মানসিকভাবেও বেশ ভালো অবস্থানে রয়েছে ভারত। তাইতো শিরোপার লড়াইয়ে বিশ্লেষক থেকে সাবেক ক্রিকেটার সবাই এবার এগিয়ে রাখছে ১২ বছর আগে বিশ্বকাপ জেতা এই দলটিকে।
জ্যাক ক্যালিস, ওয়াকার উইনিস, শেন ওয়াটসন, ডেল স্টেইন, মুত্তিয়া মুরালিধরান ও সঞ্জয় মাঞ্জরেকরসহ অধিকাংশ সাবেক গ্রেটরা ভারতকে দেখছেন বিশ্বকাপের ফাইনালে।
শক্তিশালী কাঠামো, প্রচুর বিনিয়োগ এবং মানসম্মত ঘরোয়া টুর্নামেন্ট ভারতকে বানিয়েছে বিশ্বের বৃহৎ ক্রিকেটার তৈরির কারখানায়। আইপিএলের মতো টুর্নামেন্ট প্রতিযোগীতামূলক ক্রিকেটে মানিয়ে নেওয়া এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলানোর বেশ ভালো প্রশিক্ষণ পাচ্ছে ক্রিকেটাররা।
তবে এর আগেও আইসিসি নির্ধারিত বিভিন্ন আসরে ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও থামতে হয়েছে শিরোপা ছোয়ার আগেই। তাইতো সাবেকরা যতই বলুক মাঠে নিজেদের সেরা প্রমাণ করা ভারতের জন্য সহজ হবে না। ভারত ছাড়াও এবারের বিশ্বকাপে শিরোপা জয়ে ইংল্যান্ড, আস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার নামও আলোচনায় রয়েছে।
ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী বলেন, আইপিএলে ভিন্ন ভিন্ন দলে খেলায় পরে দেশের হয়ে দল হয়ে খেলতে পারছে না ভারতের ক্রিকেটেররা। এছাড়া ম্যাচে ছোট ছোট মুহূর্তে খারাপ খেলা এবং যথাযথ দল নির্বাচন না হওয়াকেই দায়ী করেছেন তিনি। উধাহরণ হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওই ফরমেটের সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোর বিষয়টি উল্লেখ করেন তিনি।