বিশ্বকাপ শুরুর আগে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। এদিন দুর্ভাগ্যজনক আউট হয়েছেন তারকা ওপেনার লিটন কুমার দাস।
বলটি লিটনের হাতের গ্লাভসে লেগে উইকেটকিপার জস বাটলারের হাতে জমা হয়। বল গ্লাভসে লাগায় আউট দেন আম্পায়ার।
কিন্তু লিটন আসলে আউট ছিলেন না। গ্লাভসে যখন বল লেগেছে লিটন ততক্ষণে ব্যাট ছেড়ে দিয়েছেন। লিটনের যেই হাতের গ্লাভসে বল আঘাত করেছে সেখানে ব্যাট ছিল না।
বোলার টোপলি এবং উইকেটরক্ষক বাটলার দুজনে জোরালো আবেদন করায় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিতে বাধ্য হন। প্রস্তুতি ম্যাচ হওয়ায় এখানে ডিআরএস নেই। ফলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।
এদিন গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩০ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। এরপর শুরু হয় বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি আপতত বন্ধ রয়েছে।