Logo
Logo
×

খেলা

বাংলাদেশ সেমিতে যেতে পারবে না বলে সমালোচনার মুখে চোপড়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৫:৪৩ পিএম

বাংলাদেশ সেমিতে যেতে পারবে না বলে সমালোচনার মুখে চোপড়া

ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলছেন, বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবে না। এমন মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন তিনি। 

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ করেন আকাশ চোপড়া। সেখানে তিনি বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন। 

আকাশ চোপড়া বলেন, এ দল নিয়ে বাংলাদেশ কতদূর যাবে? আমার তো মনে হয়, এই দল শীর্ষ চারে কোয়ালিফাই করবে না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি কোয়ালিফাই (সেমিতে) করতে পারে, মিরাকলই হবে।

আকাশ চোপড়া আরও বলেন, ‘এমনিতে ওদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বিভাগও। দুইজন ভালো মানের অলরাউন্ডার (মিরাজ ও সাকিব) আছে। সত্যি কথা যদি বলি, সবকিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়।’

তিনি যোগ করেন- ‘ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কেননা পাঁচ আঙুল এক না হলে হাত কখনই মুঠোবন্দি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা গত এশিয়া কাপেও দেখেছি। সবাই মিলে যদি পারফরম্যান্স না করতে পারে তাহলে ওরা ভালো করে না।’

আকাশ চোপড়ার এমন মন্তব্যের পর সমালোচনার ঝড় বয়ে যায়। কেউ কেউ তাকে ব্যঙ্গ করে লিখেছেন- ‘আকাশ চোপড়াকে বাংলাদেশের নির্বাচক বানিয়ে দেওয়া হোক।’ কেউবা বলেছেন, ‘নিজের চরকায় তেল দিন, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ভাবুন।’

একজন লিখেছেন- ‘ভারত এত ভালো দল, গত এক দশকে কয়টি ট্রফি জিতেছে?’ 

আরেকজনের মন্তব্য- ‘অথচ এই বাংলাদেশই কদিন আগে ভারতকে হারিয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম