টিম সাউদি।
দলে থাকলেও টিম সাউদির বিশ্বকাপে খেলা নিয়ে ছিল ঘোর সংশয়। গত ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ পেসার। হাড় সরে যাওয়ায় প্রয়োজন হয় অস্ত্রোপচারের। ৫ সেপ্টেম্বর ভারতে বিশ্বকাপ শুরুর আগে
আরও পড়ুন‘একটা বিশ্বকাপ জিতেছি, কোনো ভয় নেই’
তার সুস্থ হয়ে ওঠা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছেন সাউদি। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রাইস্টচার্চ থেকে কাল নিউজিল্যান্ড দলের একটি বহর বিশ্বকাপ মিশনে ভারতে উড়াল দিয়েছে। আরেকটি অংশ বাংলাদেশ থেকে গেছে ভারতে।
বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিতে আগামী শনিবার ভারতের বিমান ধরবেন সাউদি। অস্ত্রোপচারের ধকল সামলে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই খেলার ব্যাপারে আশাবাদী ৩৪ বছর বয়সি এই পেসার।