Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট বেছে নিলেন আমলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম

বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট বেছে নিলেন আমলা

ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। 

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে শেষ সময়ের প্রস্তুতি জোরদার করছে আসরে অংশ নিতে যাওয়া প্রতিটি দল। 

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট নিয়ে বিভিন্ন দেশের সাবেক তারকা ক্রিকেটাররা ভবিষ্যদ্বাণী করছেন।

দক্ষিণ আফ্রিকার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলটির সাবেক তারকা ক্রিকেটার হাশিম আমলা বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে বেছে নিয়েছেন। 

জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৪৯ ম্যাচে অংশ নিয়ে ৫৫টি সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজার ৬৭২ রান সংগ্রহ করেন হামিশ আমলা। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি বলব ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।’

তিনি আরও বলেন, ভারতে খেলা হওয়ায় প্রোটিয়াদের জন্য দারুণ সুযোগ। ভারতের আইপিএলে আমাকের বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি আইপিএল খেলার অভিজ্ঞতা থাকায় ভারতের বেশিরভাগ স্টেডিয়ামে দর্শকদের উত্তেজনার সাথে অভ্যস্ত হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম