Logo
Logo
×

খেলা

আসিফের ‘খোঁচার’ যে জবাব দিলেন বাবরের বাবা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩১ পিএম

আসিফের ‘খোঁচার’ যে জবাব দিলেন বাবরের বাবা

বাবার সঙ্গে বাবর আজম, পাশে মোহাম্মদ আসিফ

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে নিয়ে খোঁচা দিয়ে কথা বলেছেন মোহাম্মদ আসিফ। তিনি বলেছেন, দ্বিপক্ষীয় সিরিজে বাবর আজমের ব্যাটে ছোটে রানের ফোয়ারা। কিন্তু বড় মঞ্চ এলেই রানখরায় ভুগতে থাকেন তিনি। আসিফের সেই খোঁচার জবাব দিয়েছেন বাবরের বাবা আজম সিদ্দিকী। 

বাবর আজম ২০১৯ সালে পাকিস্তানের অধিনায়ক হয়েছেন। এর পর পাকিস্তান দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি এশিয়া কাপ খেলেছে। কিন্তু কোনোটাতেই শিরোপা জিততে পারেনি পাক ক্রিকেট। ২০২২ সালে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়েছে পাকিস্তান। 

যেখানে হাসেনি বাবরের ব্যাটও। টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে ৬ ম্যাচে ১০০ রানও করতে পারেননি তিনি। এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ ফিফটি করলেও গড় ছিল ১৭.৭১। দুটো টুর্নামেন্টেই ১০০ স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করেছেন বাবর।

এ ছাড়া বাবরের নেতৃত্বে ২০২৩ এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেনি পাকিস্তান। ২০২৩ এশিয়া কাপে ৫১.৭৫ গড়ে ২০৭ রান করেছেন বাবর। যার মধ্যে ১৫১ রানই এসেছে নেপালের বিপক্ষে। তার আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করলেও স্ট্রাইকরেটের সমালোচনা সইতে হয়েছে তাকে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (আগের টুইটার) অফফর্মে থাকা বাবরকে মেডেন দিতে পারতেন বলে খোঁচা দিয়েছেন আসিফ। তবে আসিফের এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি বাবরের বাবা আজম সিদ্দিকী। সেই সঙ্গে আসিফকে ২০১০ সালের ঘটনাও যেন মনে করিয়ে দিয়েছেন তিনি। ওই বছর লর্ডসে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্যারিয়ার শেষ হয়ে যায় আসিফের। 

আজম সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ডিয়ার মোহাম্মদ আসিফ, প্রত্যেক মানুষকে তার কর্মের ফল পেতে হবে। তেমন পরিস্থিতি এলে আপনার সম্মানের জন্য বাবর এক ওভার মেডেন খেলতেও রাজি।’ 

এ ছাড়া ছেলের সঙ্গে আসিফের পুরোনো একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন বাবরের বাবা। বাবরের বয়স যখন ১৬ বছরস, তখন এক ক্লাব ম্যাচে তার মুখোমুখি হয়েছিলেন আসিফ। ৮৪ রান করার পর আসিফের বলে আউট হন বাবর। 

আউট হওয়ার পর সে সময় হতাশা প্রকাশ করেছিলেন বাবর। কারণ তাকে উদ্দেশ করে আসিফ বাজে ভাষায় মন্তব্য করেছিলেন বলে দাবি করেছেন আজম সিদ্দিকী। ওই ক্রিকেট ম্যাচের পর বাবর জেডটিবিএল ট্রায়ালে যান। এই ট্রায়াল থেকেই বাবরকে নেওয়ার দাবি করেন আসিফ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম