নাসিম শাহকে বাদ দিয়ে হাসান আলিকে নেওয়ার কারণ কী?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম
হাসান আলি। ছবি: সংগৃহীত
আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের দলে নেই নাসিম শাহ। তার পরিবর্তে জাতীয় দলে ফিরেছেন হাসান আলি।
নাসিম শাহের পরিবর্তে হাসান আলিকে দলে নেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক। তিনি বলেন, আমাদের প্রধান বোলার নাসিম শাহ হঠাৎ করে চোট পেয়েছেন। নাসিম শাহের অনুপস্থিতিতে আমাদের একজন ভালো মানের বোলার দরকার।
ইনজামাম বলেন, নাসিমের শূণ্যতা পূরণে হাসান আলিকে নেওয়া হয়েছে। তিনি খুব ভালো বল করেন। আশা করি, তিনি দলে প্রাণ ফিরিয়ে আনবেন তিনি।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।
রিজার্ভ ক্রিকেটার- মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।