কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে বিপিএল রাঙাতে আসছেন ইফতেখার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম
বিপিএলের শিরোপা ধরে রাখার জন্য যেন এবারও আদাজল খেয়ে নেমে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একের পর এক তারকা ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে কুমিল্লা। এবার পাকিস্তানের ক্রিকেটার ইফতেখার আহমেদকে দলে টেনেছেন বর্তমান চ্যাম্পিয়নরা।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। সর্বোচ্চ ৪ বার বিপিএলের শিরোপা জয়ের কীর্তি তাদের। গত ২ আসরে হয়েছে টানা চ্যাম্পিয়ন। এবারও বেশ তারকাসমৃদ্ধ দল গঠন করছে কুমিল্লা। ইতোমধ্যে কুমিল্লা আগের আসরের দেশি ক্রিকেটারদের মধ্যে ধরে রেখেছে লিটন দাস, মুস্তাফিজুর রহমান এবং তানভীর ইসলামকে। এছাড়া দলে যোগ দিয়েছেন ফর্মে থাকা তাওহিদ হৃদয়। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দলে আছেন সুনীল নারাইন, মঈন আলী, মোহাম্মদ রিজওয়ান, জনসন চার্লস, আন্দ্রে রাসেল,রশিদ খানরা। সেই তারার মেলার সর্বশেষ সংযোজন ইফতেখার আহমেদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে পোস্ট করে ইফতেখারের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে তার। তবে গত মৌসুমে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের জার্সিতে খেলেছিলেন ইফতেখার। এবার খেলবেন চ্যাম্পিয়ন কুমিল্লার হয়ে।
কাগজে-কলমে বিপিএলের আসন্ন মৌসুমের সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম হতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাঠের খেলাতেও সেই ছাপ রেখে পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যেই হয়ত মাঠে নামবে কুমিল্লা।
সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে মাঠে গড়াবে বিপিএলের পরবর্তী আসর। মধ্য ফেব্রুয়ারিতে হবে ফাইনাল। এর আগে আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।