‘সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে সে ভালো করবে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ পিএম
বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের লক্ষ্যেই এশিয়া কাপ খেলতে যায় বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপে প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারেনি টাইগাররা। বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদারে আরও একটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার থেকে নিজেদের চেনা উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে বুধবার সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন লিটন।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে চার ম্যাচে ১৬, ১৫ ও ০ রানে আউট হন লিন। নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে এই তারকা ওপেনার বলেন
লিটন আরও বলেন, বিশ্বকাপের আগে এটা একটা ভালো সুযোগ। সবারই দেখার একটা সুযোগ। সবার জন্য সুযোগ আছে।’
অধিনায়ক হিসেবে নিজের ভূমিকা নিয়ে লিটন বলেন, ‘আমি যখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। যার কপাল থাকবে দিন থাকবে সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।