বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন গিলক্রিস্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম
বিশ্বকাপ শুরু হতে বাকি তিন সপ্তাহেরও কম। এর মধ্যে সেমিফাইনালিস্ট, ফেভারিট নিয়ে চলছে নানান আলোচনা। এবার সেই আলোচনায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা অ্যাডাম গিলক্রিস্ট।
অস্ট্রেলিয়ার হয়ে তিনবারের বিশ্বকাপজয়ী গিলক্রিস্টের চোখে ভারত, পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
আরও পড়ুন বিশ্বকাপ জিততে হলে ভারতকে যা করতে হবে
বিশ্বকাপ সামনে রেখে সেমিফাইনালের চার দল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলস্ক্রিস্ট। নিজ দেশ অস্ট্রেলিয়াকে এ তালিকায় দেখছেন তিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও বাদ দেননি। সেই সঙ্গে রেখেছেন আয়োজক ভারত ও ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানকে।
বার্তা সংস্থা পিটিআইকে গিলক্রিস্ট বলেন, আমার মনে হয় ভারত ও পাকিস্তান সেমিফাইনালে খেলতে পারে। বাকি দুদল হলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
গিলক্রিস্ট আশাবাদী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের মাটিতে ভালো করবে। এ বছরই মার্চে ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে দ্বিপক্ষীয় সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।
সেটা অজিদের আত্মবিশ্বাস জোগাবে। তা ছাড়া বিশ্বকাপের আগে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
গিলক্রিস্ট বলেন, অস্ট্রেলিয়া ভারতে আসার আগে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে অনেক কিছু শিখবে।
বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা যেখানে তাদের পূর্ণশক্তির দল খেলবে। এটা আমাদের বুঝিয়ে দেবে তারা কোন অবস্থায় আছে।'
গিলক্রিস্ট আরও বলেন, অ্যাডাম জাম্পা দক্ষিণ আফ্রিকায় বাজে বোলিংয়ের রেকর্ড গড়লেও অনুকূল কন্ডিশনে ভালো করবেন। জাম্পাকে বিশ্বমানের স্পিনার আখ্যা দিয়েছেন গিলক্রিস্ট।
অ্যাডাম জাম্পার দক্ষিণ আফ্রিকায় কিছুটা বাজে সময় গেলেও ভারতের ভিন্ন কন্ডিশনে ভিন্ন উইকেট সে ভালো করবে। সে বিশ্বমানের স্পিনার, সে সেটা টি-টোয়েন্টি ক্রিকেটে দেখিয়েছে। এখন সে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়েছে।
এটা খুবই সাধারণ বিষয় এবং তারা নিজেদের সকল অভিজ্ঞতা ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে কাজে লাগাবে এবং ভয়ডরহীনভাবে খেলবে।
ডেভিড ওয়ার্নারকে ব্যাটিং অর্ডারে নিচে দিকে খেলানোর পক্ষে মত দিয়েছেন অনেকে। তবে গিলক্রিস্ট এর পক্ষে নন।
ওয়ার্নারকে নিয়ে গিলক্রিস্ট বলেন, তাকে দক্ষিণ আফ্রিকায় খুবই ভালো মনে হয়েছে। আমার মনে হয় তার টপ অর্ডারে ব্যাট করা উচিত। কিছু আলোচনা হয়েছে তাকে মিডল অর্ডারে খেলানোর ব্যাপারে কিন্তু আমি মনে করি তার ওপেনিং করা উচিত।
দক্ষিণ আফ্রিকায় সে দেখিয়েছে সে আগ্রাসী এবং ডমিনেন্ট ব্যাটার। আমার মতে, তার টপ অর্ডারে খেলা ভালো হবে। সে যদি সেখানে ভালো খেলে তা হলে প্রতিপক্ষ ভয়ে থাকবে।'